ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউইইউ-টেলিটকের চুক্তি সই

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
ইউইইউ-টেলিটকের চুক্তি সই

ঢাকা: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউইইউ) ও টেলিটকের মধ্যে একটি কর্পোরেট চুক্তি সই হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির সভা কক্ষে এই চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, দুই প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সেবা সংক্রান্ত আলোচনা পেশ করেন এবং উভয় প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক সাশ্রয়ী মূল্যে বিশ্ববিদ্যালয়টিকে ইন্টারনেট সেবাসহ বিভিন্ন কর্পোরেট সেবা প্রদান করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্টার প্রফেসর এ এস এম সালাহ উদ্দিন এবং টেলিটকের পক্ষে অতিরিক্ত মহাব্যবস্থাপক (কর্পোরেট সেলস্  অ্যান্ড আইবি) মো. সাইফুর রহমান খান চুক্তি সই করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া, প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম রেজওয়ান খান এবং ট্রেজারার প্রফেসর ড. মীর ওবায়দুর রহমান এবং টেলিটকের পক্ষে উপস্থিত ছিলেন কর্পোরেট সেলস্ শাখার উপ-ব্যবস্থাপক শহীদুল ইসলাম এবং সহকারী ব্যবস্থাপক কাজী মোহাম্মাদ এহসান।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এমআইএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।