বান্দরবান: বান্দরবানে র্যাব ও বিজিবির অভিযানে দুই কেজি ১০০ গ্রাম আফিমসহ দুই যুবককে আটক করা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে বান্দরবানের থানচি উপজেলার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-বান্দরবানের লামা উপজেলার চিংকুম পাড়ার রিংচুম ম্রোর ছেলে কাইং প্রো ম্রো (২৩) এবং থানচি উপজেলার দুই নম্বর তিন্দু ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আমইপাড়ার কাসু ম্রোর ছেলে দংওয়াই ম্রো (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর একটি দল থানচি বাজারে রাতে অভিযান পরিচালনা করে। এসময় দুই যুবকের কাছে দুই কেজি ১০০ গ্রাম আফিম (এক ধরনের মাদকদ্রব্য) পাওয়ায় তাদের আটক করা হয়।
থানচির থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, রাত ১২টায় র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল এ আফিমসহ দুই যুবককে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় র্যাব-৭ এর ডিএডি মো. শহীদুল বাদী হয়ে আটক দুই যুবককে আসামি করে মামলা করেছেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, কালো বাজারে জব্দ করা এ আফিমের দাম প্রায় দুই কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
এসআই