ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আপত্তিকর ছবি ভাইরালের হুমকি, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
আপত্তিকর ছবি ভাইরালের হুমকি, যুবক গ্রেফতার

ঢাকা: গোপনে ধারণ করা আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি ও টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরা বিভাগ। গ্রেফতার যুবকের নাম মো. মিজানুর রহমান।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে মগবাজার মসজিদ গলি থেকে মিজানুরকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার বদরুজ্জামান জিল্লু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপনে আপত্তিকর ছবি ধারণ ও তা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবির অভিযোগে ২৬ ফেব্রুয়ারি রাতে হাতিরঝিল থানায় একটি মামলা হয়। মামলার ‘ছায়া তদন্ত’ করে ডিবি উত্তরা জোনাল টিম। এক পর্যায়ে তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে রোববার রাতে মগবাজার মসজিদ গলি থেকে মিজানুর রহমান নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে  দুটি মোবাইল জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।