জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবির হাট খোলা বিওপির নায়েক সুবেদার নইমুল ইসলাম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন-পাঁচবিবি উপজেলার হাটখোলা গ্রামের ফচিল উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন (৪৫) ও পশ্চিম উচনা গ্রামের মৃত হেছাব উদ্দিনের ছেলে সাহাবুল (৩৫)।
জানা গেছে, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা পাঁচবিবি উপজেলার ভারতীয় সীমান্তবর্তী সোনাতলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করে পাঁচবিবি থানায় সোপর্দ করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দুই বাংলাদেশিকে আটকরে তথ্য নিশ্চিত করে জানান, তাদের নামে মামলা দেয় বিজিবি সদস্যরা। মামলার পর গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় পণ্য ব্যবসায়ী বলে স্বীকার করেছে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
আরএ