ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

শাবিপ্রবি (সিলেট): সম্মেলনের লিফলেট বিতরণকালে ‘পুলিশের গুলি’তে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদল।

রোববার (২০ নভেম্বর) দুপুরে শাবিপ্রবি শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিজিবি ৪১ সেক্টর কমান্ডের প্রাধান ফটক শুরু করে শাহজালাল সুপার মার্কেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় শাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা রাহাত জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা নাঈম সরকার, নাসিম আহমেদ,মারুফ বিল্লাহ্। এতে কনক,কামরুল, বাছির, প্রমুখ ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণের সময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত মো. নয়ন মিয়া উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।