সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে ইট দিয়ে আঘাত করে জুলেখা বেগম (৫০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী কহিনুর ফকিরের বিরুদ্ধে।
নিহত জুলেখা বেগম চার সন্তানের জননী।
পুলিশ জানায়, প্রায় ৩৫ বছরের সংসার ছিল এই দম্পতির। স্বামী কহিনুর ফকির গত কয়েক বছর ধরেই ফের বিয়ে করতে চাওয়ায় তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। রোববার সকালেও তাদের মধ্যে এনিয়ে ঝগড়া বাধে। একপর্যায়ে কহিনুর মারতে গেলে দৌড়ে প্রতিবেশী আলী হোসেনের বাড়িতে আশ্রয় নেন জুলেখা বেগম। এ সময় সেখানে এসে কহিনুর ইট দিয়ে উপর্যুপরি আঘাত করলে মৃত্যুর কোলে ঢলে পড়েন জুলেখা। তখন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান ঘাতক স্বামী। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টির প্রাথমিক তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহতের স্বামীকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ২০ নভেম্বর ২০২২
এসএফ/এমএমজেড