বাগেরহাট: সুন্দরবনে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিনদিন পর বশির শেখ (৩৮) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মোংলা উপজেলার কানাইনগর এলাকা সংলগ্ন পশুর নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের মরাপশুর নদীর ভদ্রা এলাকা থেকে নিখোঁজ হন বশির শেখ। শনিবার সকাল থেকে কোস্ট গার্ড ও স্থানীয় জেলেরা তার সন্ধানে অভিযান চালালেও কোনো খোঁজ মেলেনি।
বশির শেখ মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার মো. তৈয়ব আলি শেখের ছেলে। সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে চরপাটা অথবা চরজাল দিয়ে মাছ আহরণ করতেন তিনি।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, কানাইনগর এলাকা সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় বশির শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ২১ নভেম্বর ২০২২
এমএইচএস