ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জের নতুন ডিসি মাকসুদ চৌধুরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, নভেম্বর ২৪, ২০২২
সুনামগঞ্জের নতুন ডিসি মাকসুদ চৌধুরী দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী

সুনামগঞ্জ: সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব পদে আছেন।

বুধবার (২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে সুনামগঞ্জ ডিসি মো. জাহাঙ্গীর হোসেনকে বরিশালে বদলি করা হয়েছে। তার স্থলে দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী যোগ দেবেন।

বিদায়ী জাহাঙ্গীর হোসেন গত বছরের ০৩ জানুয়ারি নতুন ডিসি হিসাবে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।