ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে অসহায়দের মধ্যে সৌদি প্রবাসীর শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
রাজবাড়ীতে অসহায়দের মধ্যে সৌদি প্রবাসীর শীতবস্ত্র বিতরণ

রাজবাড়ী: ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ীতে দেড় হাজার অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন মো. আইয়ুব আলী নামে সৌদি এক প্রবাসী।  

শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা সদরের বানীবহ ইউনিয়নের বারেক মার্কেট এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস।

প্রবাসী আইয়ুবের বাবা মো. সরাফত আলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানীবহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেফালী আক্তার, সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, বানীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাফা মিজি, ব্যবসায়ী আব্দুল হাই সরদার, মাহাতাব উদ্দিন খান।  

কম্বল বিতরণের আগে সবার শান্তি ও মঙ্গল কামণায় দোয়া মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫8 ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।