ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু সচেতনতা বাড়াতে বরগুনা টু পায়রা সেতু ৫ তরুণের সাইকেল রাইড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
ডেঙ্গু সচেতনতা বাড়াতে বরগুনা টু পায়রা সেতু ৫ তরুণের সাইকেল রাইড

বরগুনা: "পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে নিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরগুনা থেকে পটুয়াখালী পায়রা সেতু পর্যন্ত বাইসাইকেল রাইডে বের হয়েছেন বরগুনা সাইক্লিং কমিউনিটির পাঁচজন সাইক্লিস্ট।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে বরগুনা সার্কিট হাউজ মাঠ থেকে পটুয়াখালী পায়রা সেতুর উদ্দেশ্যে যাত্রা করেন তারা।

তারা হলেন- খালিদ হোসেন ইলহাম, মো. রায়হান, আলিফ ইসলাম, জুনায়েদ আলম, আলিফ আল জুবেল।

রাইডে অংশগ্রহণকারী রায়হান বলেন, আমি ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ২ সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। তাই আমি সুস্থ হয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী এ রাইডে অংশ নিয়েছি।

এ সম্পর্কে জানতে চাইলে বরগুনা সাইক্লিং কমিউনিটির এডমিন ও সিনিয়র সহ সভাপতি এহসান আহমাদ নোমান জানান, সাইক্লিং করি, সুস্থ থাকি এই প্রতিপাদ্যে বিভিন্ন সময় বরগুনা সাইক্লিং কমিউনিটি রাইড আয়োজন করে থাকে।

স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনে বরগুনা থেকে ২ সাইক্লিস্ট পদ্মাসেতু রাইড করে অংশগ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ের আতঙ্ক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল রাইড আয়োজন করেছি।  

উল্লেখ্য, বরগুনা সাইক্লিং কমিউনিটি প্রতিষ্ঠালগ্ন থেকে সাপ্তাহিক রাইড, দিবসভিত্তিক রাইড, সাইকেল চালানো ও স্ট্যান্ট প্রশিক্ষণের ব্যবস্থা, সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।