ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘জানুয়ারিতে মাদারীপুরে ২য় মেরিটাইম ইনস্টিটিউট উদ্বোধন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
‘জানুয়ারিতে মাদারীপুরে ২য় মেরিটাইম ইনস্টিটিউট উদ্বোধন’

মাদারীপুর: ‘চট্টগ্রামের পর দ্বিতীয় মেরিটাইম ইনস্টিটিউট নির্মিত হচ্ছে মাদারীপুরে। যা জানুয়ারিতে উদ্বোধন হতে যাচ্ছে।

প্রতি বছর ৬শ নাবিক ও ক্রু এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। ’

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে মাদারীপুরের দুধখালীর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।

শাজাহান খান বলেন, এখানে দেশ ও বিদেশের জাহাজে কর্মরত নাবিক ও ক্রুদের প্রশিক্ষণের জন্য এই প্রতিষ্ঠান ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। প্রতিবছর দুটি গ্রুপে ৬শ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। যারা বিদেশে জাহাজে চাকরি করেন, তারা ১০ বছর চাকরি করলে ১০ কোটি টাকা দেশে নিয়ে ফিরতে পারেন’।

তিনি  বলেন, এখান থেকে যারা প্রশিক্ষণ নেবেন তারাও ভালো আয় করবেন। প্রশিক্ষণার্থীর জন্য থাকা-খাওয়া ও খেলাধুলারও সু-ব্যবস্থাও রয়েছে প্রতিষ্ঠানটিতে। ’

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।