মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে ৩৮ কেজি গাঁজাসহ তিন বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প।
আটকরা হলেন- ঘোষালকান্দি গ্রামের মৃত মো. অহিদ বেপারীর ছেলে আল-আমিন বেপারী (৩৪) তার স্ত্রী লায়লা বেগম (৩০) ও গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার বিরেন বৈদ্যের ছেলে বিবেক বৈদ্য (৪০)।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে পৌনে ৪টার দিকে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির রান্না ঘর থেকে ৩৮ কেজি গাঁজা ও এক নারীসহ তিনজনকে আটক করে র্যাব।
আটকরা দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ, মাদারীপুরে বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। জব্দ গাঁজাসহ আটক তিনজনকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এসআরএস