ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শুরু হচ্ছে ওয়ালটন বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
শুরু হচ্ছে ওয়ালটন বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভাল

ঢাকা: আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়ালটন বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভাল-২০২২। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এ ফেস্টিভালের উদ্বোধন করবেন।

রোববার (২৭ নভেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি তপন বিশ্বাস এ তথ্য জানান।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক এবং ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেস্টিভালে মোট ৭টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৬টি বিএসআরএফ সদস্যদের জন্য। একটি ইভেন্ট থাকবে সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য।

ইভেন্টগুলো হচ্ছে- দাবা, একক ক্যারাম, দ্বৈত ক্যারাম, তাস, টেবিল টেনিস, লুডু (বিএসআরএফ সদস্যদের জন্য)। এছাড়া বিএসআরএফের সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য থাকছে শুধুমাত্র লুডুতে অংশ নেওয়ার সুযোগ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএসআরএফের যুগ্ম সম্পাদক মেহেদী আজাদ মাসুম, দপ্তর সম্পাদক মো. মোসকায়েত মাশরেক, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন (রাকিব), রুবায়েত হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
জিসিজি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।