ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

হোয়াইট হাউজের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৪
হোয়াইট হাউজের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক থেকে: বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র শাখা বিএনপি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিকেলের ওই বিক্ষোভ সমাবেশে হয়।



সমাবেশে বক্তারা দাবি করেন, শুধু বাংলাদেশের জনগণ নয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথসহ সারাবিশ্ব এ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।

এক তরফাভাবে নির্বাচনের জন্য শেখ হাসিনাকে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে শ্লোগান ছিল ‘সিকিম নয়, ভুটান নয়, এদেশ জিয়ার বাংলাদেশ’, ‘একদলীয় নির্বাচন মানিনা, মানবো না’, ‘ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান’, ‘একদলীয় নির্বাচনের পরিণাম, বাংলা হবে ভিয়েতনাম’, ‘একদফা একদাবি, হাসিনা তুই কবে যাবি’।

বিক্ষোভ সমাবেশে শেষে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শরাফত বাবু, জসিম উদ্দিন ভূঁইয়া, কাজী আজম ও সাইদুর রহমান সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ