ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

নিউইয়র্ক

টাইম টেলিভিশন পরিদর্শনে মজীনা

নিজস্ব প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, মার্চ ১৭, ২০১৪
টাইম টেলিভিশন পরিদর্শনে মজীনা

নিউইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সম্প্রচারিতব্য টিভি চ্যানেল টাইম টেলিভিশন কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এটি স্থানীয়ভাবে একমাত্র বাংলা টিভি চ্যানেল।

খুব শিগগিরই চ্যানেলটি সম্প্রচারে আসছে।

রোববার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাইম টেলিভিশন স্টুডিও পরিদর্শনকালে চ্যানেলটির চেয়ারম্যান ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের ও অন্যান্য কর্মকর্তারা মজীনাকে স্বাগত জানান।   

এ সময় বিশেষ মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্মকে তাদের নিজেদের ভাষা, সংস্কৃতি ভুলে গেলে চলবে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে। বাংলাদেশ যাতে প্রাকৃতিক সম্পদ কাজে লাগাতে পারে, পুরো এশিয়াজুড়ে ব্যবসা ও বিনিয়োগের অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়াবে।

এর আগে ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এর আয়োজনে নৈশভোজ ও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ড্যান মজীনা। এটি ছিল মার্কিন দূতাবাসের ‘পাবলিক ডিপ্লোম্যাসি’র আওতায় ড্যান মজিনার সরকারি কর্মসূচি।

এছাড়া জ্যাকসন হাইটসে মান্নান গ্রোসারি, খামারবাড়ি খাবার বাড়ি, অবকাশ, ফুডকোর্ট ও আনন্দবাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও রাস্তার হকারদের ব্যবসার খোঁজ-খবর নেন মার্কিন রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৭, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ