ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় আশার আলো জ্বেলেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৪
শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় আশার আলো জ্বেলেছেন

নিউইয়র্ক: বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের চেতনা লালন ও নারী অধিকার প্রতিষ্ঠায় ক্ষেত্রে আশার আলো জ্বেলেছে। তার সময়ে বাংলাদেশের জনজীবনে মৌলিক পরিবর্তন এসেছে।

  তার নেতৃত্বাধীন সরকার দুই দফায় দেশে উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে এবং বিশ্বে বাংলাদেশকে গৌরবময় ও স্বনির্ভর জাতি হিসেবে তুলে ধরেছে।

নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর পালকি সেন্টারে শেখ হাসিনা মঞ্চ-যুক্তরাষ্ট্র আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১৯৮১ সনের ১৭ মে ) ও শেখ হাসিনা মঞ্চ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
 
সংগঠনের সভাপতি আলহাজ জালাল উদ্দিন জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কায়কোবাদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী এটর্নি জেনারেল আবদুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, এবিসিডিআই সভাপতি মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, ফারুক হোসেইন, খুরশিদ আনোয়ার বাবলু ও মো. জামান, শিশু সাহিত্যিক হাসানুর রহমান, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, ম্যারিল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, আবুল কাশেম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জেড এ জয় প্রমুখ।

সভার শুরুতে কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়। এছাড়াও ’৭১ এর মুক্তিযোদ্ধা, ’৫২-এর মহান ভাষা আন্দোলনসহ এ সময় পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের প্রতি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ