নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা ভিশাল দেশাইয়ের সঙ্গে বৈঠকে বসেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার (১১ জুন) স্থানীয় সময় বেলা ৩টায় রুদ্ধদ্বার এ বৈঠক শুরু হয়েছে।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার (জিএসপি) সুবিধাসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিও আলোচনায় উঠে আসতে পারে।
জুনের শুরুতেই জিএসপি পূনর্বহালের বিষয়ে পর্যালোচনার কথা জানানো হয়েছিল।
এর আগে বেলা সাড়ে ১২টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ ও প্রেসিডেন্ট ওবামার প্রিন্সিপ্যাল এডভাইজার রাষ্ট্রদূত মাইকেল ফরম্যানের সঙ্গে রুদ্ধদ্বার এক বৈঠকে মিলিত হন।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুন ১২, ২০১৪