ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
নিউইয়র্কে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

নিউইয়র্ক : সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট বাংলাদেশের (সিএইচডি বিডি) আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে দশ সপ্তাহব্যাপী ফ্রি কুইকবুকস্ , এক্সেল এবং ক্যারিয়ার নির্দেশনা বিষয়ক ধারাবাহিক কর্মশালা।

গত রোববার এলমহার্স্ট হাসপাতালের একটি সেমিনার কক্ষে এ কর্মশালা শুরু হয়।

কর্মশালা বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত চলে।

কর্মশালার আয়োজকরা জানান, আগ্রহী বাংলাদেশিদের সম্পূর্ণ বিনা খরচে সংগঠনটি প্রশিক্ষণ দিচ্ছে। এতে অংশগ্রহণকারীরা যেমন তাদের নিজের দক্ষতা অর্জন করতে পারছেন তেমনি তারা জানতে পারছেন কাজের সুযোগটি কোথায় রয়েছে। ক্যারিয়ার গঠনে কোন পথে এগুতে হবে কীভাবে এগুতে হবে সে ব্যাপারেও তাদের দেওয়া হচ্ছে বিশেষ পরামর্শ। সিএইচডি বিডির প্রশিক্ষণ শেষ করে আজ অনেকেই হতাশা মুক্ত হয়ে ভালো জায়গায় কর্মরত রয়েছেন।

ধারাবাহিক কর্মশালার প্রথম দিনে সূচনা পর্বে বক্তব্য রাখেন কর্মশালার মূল প্রশিক্ষক, সিএইচডি বিডি-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মন্জুর চৌধুরী, নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস নান্নু, পরিচালক (যোগাযোগ) বাদল হাসিব উপ-পরিচালক গাজী সালাহউদ্দিন আহমেদ, কর্মশালার আরেক প্রশিক্ষক আসিফ খান, হাবিবুর রহমান  প্রমুখ।

মন্জুর চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিকে আরো উচ্চ মর্যাদায় দেখতে চায় সিএইচডি বিডি। আমরা চাই প্রতিটি বাংলাদেশি বিশেষ করে যারা দেশ থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশে পাড়ি জমিয়েছেন তারা যেনো তাদের যোগ্যতা ও মর্যাদার সঙ্গে খাপ খায়, এমন কাজ করতে পারেন।

তিনি আরো বলেন, হিসাব রক্ষণে কুইকবুক সফটওয়্যারের ব্যবহার যুক্তরাষ্ট্রে জনপ্রিয়। কুইকবুক এমন একটি বিশেষ জ্ঞান যা জানা থাকলে মর্যাদা সম্পন্ন কাজ পাওয়া সম্ভব। অনেকেই এদেশে এসে বুঝতে পারেন না, ভাল ক্যারিয়ার গঠনের জন্য তাদের কী করণীয়। এমন মানুষকে ক্যারিয়ার গঠনে দিক-নির্দেশনা দেওয়াই সিএইচডি বিডি-এর উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের এমন মানসম্মত ও বেশি বেতনের কাজ পেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নিউইয়র্কভিত্তিক বাংলাদেশিদের সংগঠন সিএইচডি-বিডি

প্রথম দিনের কর্মশালায় নানা বয়সের মোট ৩০ জন নারী-পুরুষ অংশ নেন।

এদের নিয়েই আগামী আরো  ৯টি শনিবার একই সময় ও স্থানে পরবর্তী কর্মশালাগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় : ১১১৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ