ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বাতিল

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
নিউইয়র্কে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বাতিল রাষ্ট্রপতি আব্দুল হামিদ

নিউইয়র্ক: নিউইয়র্কে আওয়ামী লীগের দু’পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতি’র কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, রাষ্ট্রপতি অনুষ্ঠানে যাবেন না। বিতর্কিত কোনো অনুষ্ঠানে তিনি যাবেন না এ কথা সাফ জানিয়ে দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানের ঠিক চারঘন্টা আগে ডঃ নুরুন্নবীল নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ সংবাদ সম্মেলন করে এই সংবর্ধনার বিরোধিতা করে বলেছেন, দেশের রাষ্ট্রপতির সংবর্ধনা হতে হবে সার্বজনীন। আর সেজন্যই অনুষ্ঠান মঞ্চে একজন দল নিরপেক্ষ ব্যক্তিকে সভাপতি করতে হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান বাংলানিউজকে বলেন, রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কারণ তিনি আসছেন না।



এর কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের ও দেশের অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাকেই মানতে হবে।  

ডঃ সিদ্দিকুর রহমান অভিমানের সুরে আরো বলেন, রাষ্ট্রপতির কাছে থেকে দেশ সম্পর্কে জানার সুযোগ বঞ্চিত হলো প্রবাসীরা। আমাকে বলা হয়েছিল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে। আমি চেষ্টা করেছিলাম।

রাষ্ট্রপতির সংবর্ধনা, প্রস্তুতি সভা ও কমিটি নিয়ে গত কয়েকদিন ধরেই দলের অভ্যন্তরে দ্বন্দ্ব চলছিল। ডঃ সিদ্দিকুর রহমান সংবর্ধনা সভার কমিটিতে  বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের কয়েকজনের নাম সস্পৃক্ত করেছিলেন। এ নিয়েই প্রথমে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে ওঠে।

এ সম্পর্কে জানতে চাওয়া হলে ডঃ সিদ্দিকুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন সংবর্ধনাকে সার্বজনীন করতেই এ উদ্যোগ নিয়েছিলাম।

এ বাপারে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ একে আব্দুল মোমেন বাংলানিউজকে বলেন, সংবর্ধনা কর্মসূচির সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই । সে কারণে তিনি এ ব্যাপারে কোনো ধরনের তথ্য দিতে বা মন্তব্য করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ