নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই সুযোগে জলবায়ু সম্মেলনে প্রেসিডেন্ট ওবামার ভাষণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার দেওয়া অভ্যর্থনায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী পরে সাংবাদিকদের এ বিষয়ে জানান।
তিনি জানান, প্রেসিডেন্ট ওবামাও জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রশংসা করেন।
এসময় শেখ হাসিনাসহ বিশ্বের অন্যান্য নেতাদের সাদরে অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।
শেখ হাসিনা ঘুরে ঘুরে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলেন ও শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন। বারাক ওবামা জয়ের উদ্দেশ্যে তার স্বভাবসুলভ প্রশংসা করে বলেন, তোমাকে দেখে ভালো লাগছে, জানান ইকবাল সোবহান চৌধুরী।
** নরওয়ের কাছে আইটি খাতে আরও বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী
** বৈশ্বিক জলবায়ু চুক্তিতে জোর দিলেন বারাক ওবামা
** বিরূপ জলবায়ু মোকাবেলায় লড়ছি, জাতিসংঘে প্রধানমন্ত্রী
** ২০১৫ সালে অর্থবহ জলবায়ু চুক্তির আহ্বান জাতিসংঘে
** জাতিসংঘে প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু মঙ্গলবার
** বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আ’লীগের সমাবেশ
** নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪