নিউইয়র্ক : দক্ষিণ ও মধ্য এশিয়ার কূটনীতিতে চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পদে ভারতীয় বংশোদ্ভূত নিশা দেশাইয়ের নিয়োগের পর এবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে রিচার্ড রাহুল বর্মাকে নয়াদিল্লিতে পাঠাচ্ছেন তিনি।
রিচার্ড বর্মার এ নিয়োগ চূড়ান্তকরণে সিনেটের সমর্থনও আদায় করেছেন ওবামা। যুক্তরাষ্ট্র সিনেটে ঝুলে থাকা ৫০ জনেরও বেশি রাষ্ট্রদূতের মনোনয়নের মধ্যে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের গুরুত্ব বিবেচনাতে ‘বাই পার্টিজান’ বা উভয় দলের সমর্থনে যুক্তরাষ্ট্র সিনেট রিচার্ড রাহুল বর্মার মনোনয়ন চূড়ান্ত করেছে মঙ্গলবার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, এবছরই নয়াদিল্লিতে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামা উপস্থিত থাকবেন। তার আগেই রিচার্ড রাহুল বর্মা দিল্লির দায়িত্ব বুঝে নেবেন। সেকারণে শিগগিরই শপথ নেবেন তিনি।
কন্ঠভোটে বর্মার নিয়োগ চূড়ান্ত করে সিনেট। এ নিয়োগের ফলে দক্ষিণ ও মধ্য এশিয়ার কূটনীতিতে নতুন মেরুকরণ হতে যাচ্ছে বলে ধারণা কূটনৈতিক মহলের।
সম্প্রতি ক্যাপিটল হিলে শীর্ষ আমেরিকান ‘থিংক ট্যাংক’ সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস-এর ‘ইন্ডিয়া ২০২০’ প্রকল্প হাতে নেওয়া ছাড়াও রিচার্ড রাহুল বর্মা প্রশাসনে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক জোরদারে ও ‘বেসরকারী পরমাণুচুক্তি’ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারই পুরস্কার হিসেবে প্রেসিডেন্ট ওবামা তাকে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে এ মনোনয়ন দেন গত সেপ্টেম্বরে।
গত ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ওবামা প্রশাসনে রিচার্ড রাহুল বর্মা ‘আইন প্রণয়ন’ বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি স্টেপ টু এন্ড জনসন নামক ল’ ফার্ম এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের নেতৃত্বে ব্যবসায়িক প্রতিষ্ঠান অলব্রাইট অ্যান্ড স্টোনব্রিজ গ্রুপের সিনিয়র কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। কনিষ্ঠ ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়ের প্রতি অসৌজন্যমূলক আচরণে ভারতের সাথে সম্পর্ক অবনতির পর পদত্যাগকারী ন্যান্সি পাওয়েলের স্থলাভিষিক্ত হবেন রিচার্ড বর্মা। গত ২০০৮ সালে প্রেসিডেন্ট ওবামা ইলিনয়ের সিনেটর থাকাকালে তার প্রেসিডেন্সিয়াল বিতর্ক প্রস্তুতিতে কাজ করেন রিচার্ড বর্মা। তখন থেকেই দু’জনের সখ্য গড়ে ওঠে।
রিচার্ড রাহুল বর্মার বাবা-মা ১৯৬০ সালে গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে ববসবাস শুরু করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশন্স কমিটির সদস্য কংগ্রেসওম্যান গ্রেস মেং এর দপ্তর থেকে জর্ডান গোল্ডেস বাংলানিউজকে জানানো হয়,যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দিল্লিতে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং।
কংগ্রেসওম্যান গ্রেস মেং অভিনন্দনে আরো বলেছেন, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বর্মা যুক্তরাষ্ট্রের অহংকার এবং যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারিত্বের ক্ষেত্রে ‘চ্যাম্পিয়ন। ’
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪