বাংলাদেশে ইউএনডিপি’র নতুন আবাসিক প্রতিনিধি হয়ে আসছেন রবার্ট ওয়াটকিন্স। ফেব্রুয়ারির মধ্যেই তিনি ঢাকা আসবেন বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জানিয়েছে, রবার্ট ওয়াটকিনস এরই মধ্যে বাংলাদেশে তার কাজ শুরু করার প্রস্তুতি নিতে শুরু করেছেন।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন কার্যালয়ে এই সাক্ষাতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ড. মোমেন এসময় রবার্ট ওয়াটকিনসের কাছে বাংলাদেশের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি’র অবদানের কথাও স্মরণ করেন তিনি।
নবনিযুক্ত ইউএনডিপি প্র্রতিনিধি তার মেয়াদে বাংলাদেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ মিশনের মিনিস্টার (ইকোনমিক) বরুণ দেব মিত্র এবং ইউএনডিপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫