ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে কঠিন চীবর দান উদযাপিত

বাপ্পা বড়ুয়া, ভার্জিনিয়া (যুক্তরাষ্ট্র) থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
নিউইয়র্কে কঠিন চীবর দান উদযাপিত

উত্তর আমেরিকায় নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্কে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।
 
স্থানীয় সময় ০১ নভেম্বর রোববার দিনব্যাপী এ উৎসব উদযাপন করা হয়।



অনুষ্ঠানের প্রথম পর্বে বিহারের অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন থের সঞ্চালনায় বিশ্ব সুখ-শান্তি কামনায় সমবেত সূত্রপাঠ, বুদ্ধ পূজা, উৎসর্গ, অষ্টপরিস্কারসহ সংঘদান, ভিক্ষুসংঘকে পিণ্ডদান ও নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।

দ্বিতীয় পর্বে বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্কের প্রতিষ্ঠাতা ভদন্ত সুমনতিষ্য মহাথেরের সভাপতিত্বে শিশু-কিশোরদের পরিবেশনায় মহামঙ্গল সূত্রপাঠের মধ্যে দিয়ে কঠিন চীবর পরিক্রমা ও কঠিন চীবর তাৎপর্য সম্পর্কে সদ্ধর্মদেশনা প্রদান করেন বিহারের উপাধ্যক্ষ প্রধান সদ্ধর্মদেশক ভদন্ত সুমনপাল মহাথের, সদ্ধর্মদেশক ভদন্ত রেবতধম্মা থের, জ্যাকসন-হাইটস বার্মিজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রাচারা থের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইর্য়ক সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন থের এবং বৌদ্ধ প্রতিরূপ দেশ মায়ানমারের প্রাজ্ঞ ভিক্ষুসংঘ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ