ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

যেখানে জনসংখ্যার দ্বিগুণ বিড়াল!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
যেখানে জনসংখ্যার দ্বিগুণ বিড়াল!

ঢাকা: জাপানের মিয়াগি জেলার ইশিনোমাকি উপকূলের দ্বীপ তাশিরোজুমা। এই দ্বীপের অধিবাসীদের অধিকাংশই জেলে।

তারা তাদের পোষা বিড়ালকে দেবতা মনে করে যত্ন করে থাকেন। বিড়ালকে তাদের মূল জীবিকা মাছ ধরার অভিভাবক হিসেবেও বিবেচনা করা হয়।
 
তবে সবচেয়ে মজার তথ্য হল, প্রাকৃতিক দৃশ্যাবলীর এই দ্বীপটিতে জনসংখ্যা ১০০ জনের মতো, কিন্তু সেই জনসংখ্যার দ্বিগুণ অর্থাৎ প্রায় ২০০টি বিড়াল রয়েছে সেখানে। এই দ্বীপকে বিড়ালের স্বর্গরাজ্যও বলা হয়।
 
জেলেরা উপকূলে মাছ ধরার নৌকাগুলো প্রতিবার ভেড়ানোর সময় বিড়ালগুলো মাছ খাওয়ার আশায় সেখানে এসে জড়ো হয়। তখন জেলেরা বিড়ালগুলোকে মাছ খেতে দেয়।
 
জাপানের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা বিড়াল দেখতে তাশিরোজুমা দ্বীপে বেড়াতে আসেন। এই দ্বীপের মধ্যে বিড়ালের একটি মঠও রয়েছে। স্থানীয়দের ধারণা হল, সাগরের নিরাপত্তা এবং প্রচুর মাছ ধরার দেবতা এসব বিড়াল।
 
২০১১ সালে পূর্ব জাপানে ভূমিকম্পের পর ইউতাকা হামা নামে জনৈক ব্যক্তি একটি পুনর্গঠন তহবিল গঠন করেন।
 
এই পুনর্গঠন তহবিলের পক্ষ থেকে জাপানের বিড়াল ভক্তদের কাছে আবেদন জানানো হয়। তহবিলে যারা অবদান রাখেন পরবর্তীতে তাদের কাছে বিড়াল এবং ঝিনুক পাঠানো হয়।
 
বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
টিএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।