ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

ব্রাজিলে ল্যাটিন আমেরিকার প্রথম হাতি অভয়ারণ্য

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ব্রাজিলে ল্যাটিন আমেরিকার প্রথম হাতি অভয়ারণ্য

ঢাকা: ল্যাটিন আমেরিকার প্রথম হাতি অভয়ারণ্য করেছে ব্রাজিল। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য ম্যাটো গ্রোসোতে এজন্য প্রায় ৫০টি সার্কাসের হাতির বসবাসস্থল তৈরি করা হয়েছে।

৪০ বছর বয়সী গুইডা ও মাইয়া সেখানকার প্রথম বাসিন্দা।

তারা সেখানকার বন্য চারণভূমিতে বসবাস করবে এবং পশুচিকিৎসকদের চিকিৎসাসেবা পাবে।

পর্তুগিজ ভাষায় প্রকাশিত ব্রাজিলের ওয়েবসাইট জিওয়ান বলেছে, হাতি দু’টিকে থাইল্যান্ড থেকে অবৈধভাবে সার্কাসে ব্যবহারের জন্য পাচার করে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।  

গুইডা একটি ব্রাজিলিয়ান খামারে এক বছর বন্দি ছিলো। মারিয়াও সার্কাসে ব্যবহৃত হচ্ছিল।

মার্কিনভিত্তিক একটি গ্রুপ হাতি অঞ্চলের কাছাকাছি জমি কিনে দিয়েছে, যেখানে চিড়িয়াখানা গড়ে সার্কাসে ব্যবহার নিষিদ্ধ করা পশুদের আশ্রয় দেওয়া হবে।  

ভূমণ্ডলীয় হাতির অভয়ারণ্য গড়তে ১ মিলিয়ন ডলার ব্যয় করে পাঁচ বছর ধরে ২ হাজার ৮শ একর জমি কেনা হবে।


প্রকল্পের প্রথম পর্যায়ে ছয় প্রজাতির পশুদের আশ্রয়স্থল গড়া হবে, তবে দর্শকদের জন্য খোলা হবে না।

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬  
এএসআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।