ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

কেনা পোশাকে সেলাই করা মরা ইঁদুর!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
কেনা পোশাকে সেলাই করা মরা ইঁদুর!

আপনি যদি উন্নত বিশ্বের কোনো অভিজাত দোকান থেকে অনেক দাম দিয়ে কোনো পোশাক কেনেন, আর সে পোশাকের সেলাইয়ের নিচে দেখতে পান আস্ত একটা মরা ইঁদুর তাহলে কেমন হবে আপনার মনের অবস্থা?

আপনি যদি উন্নত বিশ্বের কোনো অভিজাত দোকান থেকে অনেক দাম দিয়ে কোনো পোশাক কেনেন, আর সে পোশাকের সেলাইয়ের নিচে দেখতে পান আস্ত একটা মরা ইঁদুর তাহলে কেমন হবে আপনার মনের অবস্থা?

সৈয়দ মুজতবা আলী মানুষের এমন হতবিহ্বল অবস্থাকেই বোধহয় বলেছিলেন: ‘অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর’!

Zara নামের আমেরিকান একটি অভিজাত পোশাকের দোকানে এমনই দুঃস্বপ্নময় অভিজ্ঞতা হয়েছে কাইলে ফিজেল নামের এক নারী পোশাক ক্রেতার। তাও আবার সে-সে জায়গায় নয়, আমেরিকার বিজনেস হাব বলে পরিচিত নিউইয়র্ক নগরীর ডাউন টাউন ম্যানহাটানে এই ফ্যাশন রিটেইলারের হেড অফিস।

ক্ষুব্ধ কাইলে ফিজেল এখন মামলা ঠুকে দিয়েছেন ওই ফ্যাশন রিটেইলারের নামে।  
 
Stuff Of Nightmares, This: Woman Allegedly Found Rat Sewn Into Zara Dress- শিরোনামে ndtv.com জানিয়েছে এ খবর।

২০ বছর বয়সী কাইলে ফিজেল পোশাকটা কিনেছিলেন জুলাই মাসে। কানেকটিকাটের গ্রিনউইচের একটি আউটলেট থেকে। পোশাকটা গায়ে দেওয়ার পরই উৎকট দুর্গন্ধ পেতে থাকেন তিনি।  

পরে দেখতে পান পোশাকের সেলাইয়ের নিচে একটা মরা ইঁদুরের ঠ্যাং দেখা যাচ্ছে।  
  
New York Post-কে এ ব্যাপারে দেওয়া প্রতিক্রিয়ায় কাইলে ফিজেল বলেন:  ‘ভয়ে আমার হাত-পা ঠাণ্ডা-অবশ হয়ে যায়। আমি হতভম্ব হয়ে পড়ি। আমার চোখ দেখতে পায় এটি একটা ইঁদুর অথচ আমার মস্তিষ্ক বলছিল এ-ও কিভাবে সম্ভব!’

সত্যিই তো এ-ও কিভাবে সম্ভব! কিন্তু যা ঘটেছে তা যে ‘অধিক শোকে পাথর’ হওয়ার মতোই সত্যি!

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
জেডএস/জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।