ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

২০১৩ সালের টুইট নিয়ে বিপাকে ট্রাম্প কন্যা

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
২০১৩ সালের টুইট নিয়ে বিপাকে ট্রাম্প কন্যা ট্রাম্প কন্যার টুইট

‘ইন্টারনেটে পাওয়া সব তথ্যই অন্ধভাবে বিশ্বাস করতে নেই’ মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ইন্টারনেটভিত্তিক হাস্যরসাত্মক চিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। এমনই এক অন্ধবিশ্বাসের কবলে পড়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প।

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি ভুল উদ্ধৃতি শেয়ার করেই এ বিপত্তি তার। ২০১৩ সালে টুইটের জের ঠেকেছে ২০১৭ সালে এসে।

‘যদি সত্যের সঙ্গে তত্ত্বের দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে সত্যটাই বদলে ফেলো’- এই ছিলো আইনস্টানের ‘ভুয়া’ উদ্ধৃতি।

‘গ্রিনলাইট’ নামে আইনস্টাইনের অফিসিয়াল প্রতিনিধি ২৩ জুলাই ইভাঙ্কার ২০১৩ সালের এ টুইটের উক্তি ভুয়া বলে ঘোষণা দেয়। এরপর টুইটারে শুরু হয় ইভাঙ্কার টুইট নিয়ে আলোড়ন। বেশিরভাগই হাস্যরসাত্মক বিভিন্ন উক্তি তুলে ধরছেন বিখ্যাতদের বরাত দিয়ে, যেগুলো আদতে ভুয়া উক্তি।

ট্রাম্প কন্যার টুইটের প্রতিক্রিয়াইভাঙ্কাই প্রথম ব্যক্তি নয়, বিভিন্ন ওয়েবসাইটে আইনস্টাইনের বিভিন্ন ভুয়া উক্তি ছড়িয়ে আছে বহু বছর ধরেই। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সম্প্রতি তার কন্যার এ পুরনো ক্ষতে আবার দাগা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।