ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের দীর্ঘতম গোলাকার কাচসেতু

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের দীর্ঘতম গোলাকার কাচসেতু চীনে চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম এই গোলাকার কাচসেতুটি। ছবি: সংগৃহীত

আকাশে হাঁটছেন আর আপনার পাশ দিয়ে উড়ে যাচ্ছে সারি সারি মেঘ, এমন কল্পনা অবাস্তব মনে হতেই পারে। তবে চীনে নির্মিত হয়েছে এমনই এক গোলাকার কাচের সেতু যেখানে আকাশে হাঁটার বিস্ময়কর অভিজ্ঞতা পাবেন পর্যটকরা। আরও বিস্ময়কর তথ্য হলো, এই সেতুটি বিশ্বের দীর্ঘতম গোলাকার কাচের সেতু।

চলতি বছরের ১৬ জুন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বিশ্বের দীর্ঘতম এই গোলাকার কাচসেতু। সেতুটি চীনের হেনান প্রদেশের জিনমি শহরের ফুজি শান এলাকায় নির্মাণ করা হয়েছে।

সেতুটি নির্মাণের জন্য সময় লাগে আট মাস।
কাচ সেতুতে আকাশে হাঁটার বিস্ময়কর অভিজ্ঞতা পাবেন পর্যটকরা।                                          ছবি: সংগৃহীত
সংশ্লিষ্টরা বলছেন, এই সেতুতে আকাশে হাঁটার অভিজ্ঞতা পাবেন দর্শনার্থীরা। বিস্ময়কর সেতুটি ৩৬০ মিটার উঁচুতে স্থাপিত। এছাড়াও সেতুটি পাহাড়ের খাড়া বাঁধ থেকে ৩০ মিটার প্রসারিত, যা যুক্তরাষ্ট্রের ‘বিশ্বের অষ্টম আশ্চর্য’ বলে খ্যাত কাচসেতু কলোরাডো গ্র্যান্ডের থেকে ৯ মিটার বেশি দীর্ঘ।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।