ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

পানি আনতে গিয়ে কুমিরের পেটে মা-সন্তান

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
পানি আনতে গিয়ে কুমিরের পেটে মা-সন্তান কুমিরের সংগৃহীত ছবি

গৃহস্থালি কাজের জন্য পানি আনতে গিয়ে কুমিরের পেটে যেতে হলো এক মা ও তার পাঁচ মাস বয়সী সন্তানকে।

পূর্ব-আফ্রিকার দেশ উগান্ডায় সম্প্রতি এমন একটি ঘটনার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, দেশটির লেক আলবার্টের তীরে পানি আনতে পাঁচ মাস বয়সী সন্তানকে নিয়ে যান কাগাড়ি জেলার স্থানীয় জাসকা কাবিরা।

এ সময় তীরের কাছে ওৎ পেতে থাকা এক কুমির তাদের উপর আক্রমণ করে ও পেটে পুড়ে নেয়।

ওই ঘটনার পর উগান্ডার বন্যপ্রাণী কর্তৃপক্ষ কুমির থেকে সতর্ক থাকতে এলাকাটি ব্যবহারে লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।  

বাশির হংগি নামে বন্যপ্রাণী কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, যেখানে মাছ থাকে মূলত সে এলাকায় কুমিরের বিচরণ। তবে মাছ না পেলে কুমির তীরের কাছাকাছি এসে মানুষের উপর আক্রমণ চালায়।

তবে এখন পর্যন্ত স্ত্রী কাবিরা ও তার সন্তানের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার স্বামী।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।