ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

রানি এলিজাবেথের নকল হাত!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
রানি এলিজাবেথের নকল হাত! রানি এলিজাবেথ। ছবি-সংগৃহীত

জনগণের উদ্দেশ্যে ঘন ঘন হাত নাড়া ইংল্যান্ডের রানির জন্য একটি রাজকীয় দায়িত্বই বলা যেতে পারে। আর এই বৃদ্ধ বয়সে ঘন ঘন হাত নাড়লে তা ব্যথা করতেই পারে।

রানিকে এই ঝামেলা থেকে মুক্তি দিতে তাকে নকল হাত উপহার দিয়েছেন একদল অস্ট্রেলিয়ান শিক্ষার্থী।

কাঠের দণ্ডের ওপর দস্তানা পরানো এই যন্ত্রটার নাম দেওয়া হয়েছে ‘ওয়েভিং মেশিন’।

কয়েক বছর আগে মজা করে রানির জন্য যন্ত্রটি তৈরি করে তাকে উপহার হিসেবে দেয় ওই শিক্ষার্থীরা। রানি কখনও যন্ত্রটি জনসম্মুখে ব্যবহার না করলেও স্বাদরে গ্রহণ করেন এই মজার উপহার।

প্রিন্সেস অ্যান রচিত বইয়ে এই যন্ত্রটির কথা উল্লেখ পাওয়া যায়। বইতে ৬৮ বছর বয়সী অ্যান উল্লেখ করেন, তারা (অস্ট্রেলিয়ান শিক্ষার্থীরা) রানিকে দস্তানা পরিহিত কাঠের হাত উপহার দিয়েছে। তারা ভেবেছিল ব্যাপারটি বেহায়াপনা হিসেবে দেখা হবে, কিন্তু এতে বরং রোমাঞ্চিত হয়েছেন রানি।

খুব অল্প পরিশ্রমে হাত নাড়ার কৌশল খুব ভালো করেই রপ্ত করেছেন ৯২ বছর বয়সী রানি। কিন্তু জনসম্মুখে এলে তাকে এই কাজ অতি ঘন ঘন করতে হয়। তার রাজকীয় নৌযান ব্রিটানিয়াতে একদল লোক নিয়োগ করা আছে যাদের কাজই রানির পক্ষ থেকে হাত নাড়া।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।