ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

সিনেমার কাহিনী বাস্তবে দেখাচ্ছে ভারত!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
সিনেমার কাহিনী বাস্তবে দেখাচ্ছে ভারত! ভারতে ট্রাফিক আইন না মানলে বড় জরিমানা। ছবি: সংগৃহীত

সিনেমার সব দৃশ্য মিথ্যা নয়, এটি জীবনেরও প্রতিচ্ছবি। কখনো কখনো এর কিছু অংশ মিলেও যায় আমাদের জীবনের সঙ্গে। কল্পকাহিনী হলেও সিনেমার কিছু আইডিয়া যে বাস্তবে পরিণত করা যায়, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারত। 

রোববার (১ সেপ্টেম্বর) থেকে দেশটিতে কার্যকর হয়েছে নতুন ট্রাফিক আইন। আগের নিয়ম বদলে এতে শাস্তি বাড়ানো হয়েছে কয়েকগুণ।

শৃঙ্খলা ফেরাতে ভালো কথায় কাজ না হলে কড়া হওয়ার এমনই কিছু দৃশ্য দেখা গিয়েছিল কিছুদিন আগে ভারতেরই একটি সিনেমায়।  

দক্ষিণী তারকা মহেশ বাবু ও কিয়ারা আদভানি অভিনীত ‘ভারত আনে নেনু’ মুক্তি পেয়েছিল গত বছরের ১৯ এপ্রিল। ৬৫ কোটি রুপি বাজেটের ছবিটি ঝড় তুলেছিল বক্সঅফিসে। আয় করেছিল দুইশ’ কোটিরও বেশি।  

ওই সিনেমারই একটি দৃশ্যে দেখা যায়, বিদেশফেরত ভারত রাম (মহেশ) দেশে ফিরে ঘটনাক্রমে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বনে যায়। কিন্তু, পশ্চিমা দেশে পড়াশোনা করা ছেলেটি ভারতের সড়কে বিশৃঙ্খলা দেখে অবাক হয়। নিজের ক্ষমতা ব্যবহার করে সে জনগণকে আইন প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করে। আর এক্ষেত্রে তার বড় পদক্ষেপ ছিল, ট্রাফিক আইনভঙ্গের গতানুগতিক জরিমানা বদলে তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া। যেখানে আগের জরিমানা ছিল একশ’ রুপি, তা বদলে হাজার রুপি করা হয়। বড় জরিমানা দেওয়ার ভয়ে শেষপর্যন্ত জনগণ ট্রাফিক আইন মানতে শুরু করে।

সিনেমায় একটি রাজ্যের দৃশ্য হলেও সে পরিকল্পনা গোটা দেশের জন্যই বাস্তবায়ন করে দেখিয়েছে ভারত। গত মাসে লোকসভায় মোটরযান (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৯ পাস হয়। রোববার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকরও হয়েছে সারাদেশে। এখন থেকে ট্রাফিক সিগন্যাল না মানা, গাড়িচালনার সময় মোবাইল ফোনে কথা বলা, উল্টো পথে গাড়িচালনা, গতিসীমা না মানার মতো বিষয়গুলোতে বড় ধরনের জরিমানা গুনতে হবে।

ভারতের নতুন আইনে লাইসেন্স ছাড়া গাড়িচালনার ক্ষেত্রে জরিমানা পাঁচশ’ থকে বাড়িয়ে পাঁচ হাজার রুপি করা হয়েছে। টেস্টে পাস না করেও গাড়িচালনার ক্ষেত্রে জরিমানা পাঁচশ’ থকে বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার রুপি।

জরুরি সেবার গাড়িকে পথ না ছাড়লে জরিমানা দিতে হবে ১০ হাজার রুপি। ট্যাক্সি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ড্রাইভিং লাইসেন্সের নিয়ম না মানলে জরিমানা হতে পারে এক লাখ রুপি পর্যন্ত।

ভারতেও ট্রাফিক আইন না মানার প্রবণতা যথেষ্ট।  ছবি: সংগৃহীত

গতিসীমা না মানলে জরিমানা গুনতে হবে এক থেকে দুই হাজার রুপি পর্যন্ত। এর জন্য আগের নিয়মে জারিমানা চারশ’ রুপি থেকে বাড়িয়ে হালকা মোটরযানের জন্য এক হাজার ও মাঝারি মোটরযানের জন্য দুই হাজার করা হয়েছে।

আগে সিটবেল্ট না বেঁধে গাড়ি চালালে জরিমানা ছিল মাত্র একশ’ রুপি। এখন থেকে এর জন্য জরিমানা দিতে হবে এক হাজার রুপি।  

ইনস্যুরেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা দুই হাজার রুপি। গাড়িতে ওভারলোডের জন্য জরিমানা গুনতে হবে ২০ হাজার রুপি পর্যন্ত।  

গাড়ি চালানোর সময় হেলমেট না পরলে এক হাজার রুপি জরিমানা, পাশাপাশি তিন মাসের জন্য লাইসেন্সও বাতিল হতে পারে।

বয়সসীমার নিচে কেউ গাড়ি চালালে এর জন্য দোষী সাব্যস্ত হবেন তার অভিভাবক। আর এর জন্য তার ২৫ হাজার রুপি জরিমানা, তিন বছরের জেল ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।