ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অফবিট

কনের বয়স ৬১, বরের ২৪!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, সেপ্টেম্বর ১৪, ২০২১
কনের বয়স ৬১, বরের ২৪!

২৪ বছরের বরের সঙ্গে ৬১ বছরের কনের বিয়ে হয়েছে। দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি তাদের বিয়ের অনুষ্ঠান প্রচার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল’র প্রতিবেদনে বলা হয়, কনে শেরিল ম্যাকগ্রেগরের নাতির একটি খাবারের দোকানে কাজ করতেন বর কোরান ম্যাককেইন। যুক্তরাষ্ট্রের সেই দোকানেই তাদের প্রথম দেখা হয়। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। শেষে তারা বিয়ে করেন।  

মাত্র ১৫ বছর বয়সে শেরিলের সঙ্গে পরিচয় হয় কোরানের। সেটা ২০১২ সালে। পরে তাদের মধ্যে অনেক দিন আর যোগাযোগ হয়নি। ফের ২০২০ সালে তাদের আবার যোগাযোগ হয়। তখন থেকে নিয়মিত কথা হয়। শেষে এক দিন একটি ক্যাফেতে আংটি নিয়ে বিয়ের প্রস্তাব দেন কোরান। সেই প্রস্তাবে রাজি হন শেরিল। এই বিয়ে মেনে নিয়েছেন শেরিলের সাত সন্তান।  

বিয়ের পর বৃদ্ধা শেরিল বলেন, ‘রাস্তায় বেশির ভাগ মানুষ আমার স্বামীকে আমার নাতি বলে মনে করেন। এটা ভালো লাগে না। ’  

শেরিলকে পছন্দের কারণ হিসেবে কোরান বলেন, ‘শেরিল খুবই নরম মনের মানুষ। তিনি সুন্দরী, সৎ ও আবেগপ্রবণ। সে কারণেই তাকে আমার পছন্দ হয়। আমি যখন তাকে বিয়ের প্রস্তাব দেই, তখন উনি অবাক হয়েছিলেন। এত দিন পর সম্পর্কে আসতে পেরে শেরিল খুশি। ’

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।