ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

জানালার কাচ ভাঙার ক্ষতিপূরণ দিয়ে গেলেন চোর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
জানালার কাচ ভাঙার ক্ষতিপূরণ দিয়ে গেলেন চোর!

প্রচণ্ড তুষারপাত হচ্ছে। হাড় কাঁপানো শীত।

বাইরে ঘুরে বেড়ানো মুশকিল। একটি বাড়ি ফাঁকা পেয়ে ঢুকে পড়েন ‘চোর’। রাতে সেখানে খাওয়া দাওয়া করেন। আরাম করে ঘুমান। তারপর সকাল হলে বেরিয়ে যান।  

বাড়ির মালিক এসে দেখেন, তার জানালার কাচ ভাঙা। বুঝতে তার বাকি ছিল না যে সব চুরি হয়ে গেছে। কিন্তু ভেতরে ঢুকে দেখেন, বাসার কোনো জিনিসই চুরি হয়নি।  

টেবিলের ওপর দেখতে পান একটি চিরকুটসহ ২০০ ডলার (১৬ হাজার টাকা)। চিরকুটে লেখা আছে, ‘জানালার কাচ ভাঙার জন্য দুঃখিত। ক্ষতিপূরণ দিয়ে গেলাম। পারলে ক্ষমা করে দেবেন। ’

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের ওই ঘটনায় সেই ‘চোরকে’ ধরে ফেলেছে পুলিশ। তার নাম টেরাল ক্রিস্টেসন। তিনি পুলিশকে জানিয়েছেন, প্রচণ্ড ঠাণ্ডার কারণে বাধ্য হয়েই ওই বাড়িতে ঢুকেছিলেন। কিন্তু জানালার কাচ ভেঙে ঢোকার জন্য তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করেছিল। তাই ক্ষতিপূরণ দিয়ে গেছেন।  

তিনি সত্যি বলছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।