ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

চিলির আকাশে রহস্যময় মেঘ, কারণ ঘিরে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
চিলির আকাশে রহস্যময় মেঘ, কারণ ঘিরে ধোঁয়াশা চিলির আকাশে রহস্যময় মেঘ

চিলির আকাশে হঠাৎ দেখা গেল রহস্যময় বেগুনি রঙয়ের মেঘ। আর এটি দেখে স্তম্ভিত স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসন।

লাতিন আমেরিকার এই দেশের আকাশে বেগুনি রঙয়ের মেঘের আবির্ভাব হতেই শোরগোল পড়ে গিয়েছে সেখানে। পোজো আলমন্তে শহরের ওপরে কিছু অংশ জুড়ে এমনই রঙিন মেঘ লক্ষ করেন স্থানীয়রা। আল ডিয়া নামে এক সংবাদমাধ্যমে এই রঙিন মেঘের বিষয়টি প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় প্রশাসন এই রঙিন মেঘের রহস্যের সন্ধান শুরু করেছে। পোজো আলমন্তে শহরের কাছে একটি খনি আছে। তার ঠিক ওপরেই এই মেঘের দেখা মিলেছে।

স্থানীয় পরিবেশ দপ্তরের কর্মকর্তা এমানুয়েল ইবারা দাবি করেছেন, খনির কোনও বুস্টার পাম্পের বিকল হওয়ার কারণে তার থেকে সৃষ্ট ধোঁয়ায় এই আস্তরণ তৈরি হয়েছে। তবে বিষয়টি ভাল ভাবে খতিয়ে দেখা হচ্ছে, এর পিছনে প্রাকৃতিক কোনও কারণ আছে কি না।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।