ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

অলিম্পিক

হতাশ করলেন দেশের দ্রুততম মানব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, আগস্ট ১৩, ২০১৬
হতাশ করলেন দেশের দ্রুততম মানব

ঢাকা: বিশ্ব মঞ্চে বাংলাদেশের অ্যাথলেটরা কতটা পিছিয়ে সেটি আরেকবার প্রমাণ হলো। রিও অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের হিটে আট জনের মধ্যে চতুর্থ হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ।

দুই নম্বর হিটে দৌড়াতে নামা ছেলেদের ১০০ মিটারে প্রাক-বাছাই হিটে মেজবাহর টাইমিং ছিল ১১.৩৪। মেজবাহ নিজের হিটে চতুর্থ হলেও ২৪ জনের প্রাক-বাছাই হিট থেকে ৮জন উঠেছেন মূল হিটে। সব মিলিয়ে ২৪ জনে ১৪তম মেজবাহ।

গত এসএ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৭২ সেকেন্ড ছিল মেজবাহর সেরা টাইমিং।

মেজবাহর হিটে ১০.৪৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন মালদ্বীপের সাইদ হাসান। ২৪ জনে তিনিই প্রথম হয়ে মূল হিটে নামার যোগ্যতা অর্জন করেন।

এর আগে বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.৯৯ সেকেন্ড সময় নিয়ে আট জনের মধ্যে পঞ্চম হন। গত এসএ গেমসে ১১.৯৯ সেকেন্ড ছিল শিরিনের সেরা টাইমিং।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ