ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

অলিম্পিক

যুক্তরাষ্ট্র নারী বাস্কেটবলের টানা ষষ্ঠ স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, আগস্ট ২১, ২০১৬
যুক্তরাষ্ট্র নারী বাস্কেটবলের টানা ষষ্ঠ স্বর্ণ জয়

ঢাকা: রিওতে স্পেনকে হারিয়ে নারী বাস্কেটবলে টানা ষষ্ঠ আসরে স্বর্ণ জিতে নিল যুক্তরাষ্ট্র দল। রোববারের ফাইনালে স্প্যানিশ নারীদের ১০১-৭২ পয়েন্টে হারায় মার্কিন নারীরা।

অলিম্পিকে যুক্তরাষ্ট্র নারীদের গত নয় আসরে এটি অষ্টম জয়ও। দলটি সর্বশেষ ১৯৯২ সালে বার্সেলোনায় সেমিফাইনালে হেরেছিল। ফলে টানা ৪৯টি খেলাও তারা অপরাজিত।

এর আগে রিও’র সেমিফাইনালে ফ্রান্সকে ১৯ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল যুক্তরাষ্ট্র নারী দল। তবে স্পেন এবারই প্রথম ফাইনালে উঠে রুপা নিশ্চিত করলো। ১৯৯২ ও ২০০৮ অলিম্পিকে পঞ্চম হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ