ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

অলিম্পিক

সেমেনিয়ার ৮০০ মিটারে স্বর্ণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, আগস্ট ২১, ২০১৬
সেমেনিয়ার ৮০০ মিটারে স্বর্ণ

ঢাকা: মেয়েদের ৮০০ মিটার দৌড়ে স্বর্ণ নিশ্চিত করলেন দক্ষিণ আফ্রিকার ক্যাস্টার সেমেনিয়া। অলিম্পিকে প্রথমবারের মতো স্বর্ণ জিততে তিনি সময় নেন ১ মিনিট ৫৫.২৮ সেকেন্ড।

এ ইভেন্টে দ্বিতীয় হয়েছেন বুরুন্ডির ফ্রানসিনে নিওনাসাবা। রুপা জিততে তিনি সময় নেন ১ মিনিট ৫৬.৪৯ সেকেন্ড। অঅর কেনিয়ার মার্গারেট নাইরেয়া ওয়াম্বুই ১ মিনিট ৫৬.৮৯ সময় নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন।

২৫ বছর বয়সী সেমেনিয়া লন্ডনে গত অলিম্পিকে রুপা জিতেছিলেন। রিও অলিম্পিক শুরু করার আগে ধারণা করা হচ্ছিল তিনি চেক প্রজাতন্ত্রের ইয়ারমিলা ক্রাতোচভিলোভার ১৯৮৩ সালে গড়া ১ মিনিট ৫৩.২৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভাঙতে পারবেন। অ্যাথলেটিক্সে এই রেকর্ডই সবচেয়ে বেশি সময় ধরে টিকে আছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ