ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

অলিম্পিক

অলিম্পিকে যুক্তরাজ্য-চীন লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, আগস্ট ২১, ২০১৬
অলিম্পিকে যুক্তরাজ্য-চীন লড়াই

ঢাকা: রিও অলিম্পিকে যুক্তরাষ্ট্র এতটাই ওপরে চলে গেছে যে, এখন লড়াইটা শুধুমাত্র দ্বিতীয় হওয়ার জন্য। যার জন্য লড়ে যাচ্ছে যুক্তরাজ্য ও চীন।

১৫তম দিন শেষে পদক লড়াইয়ে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ সবগুলোতেই এগিয়ে মার্কিনিরা।

 

যুক্তরাজ্য প্রতিবার অলিম্পিকেই পদক লড়াইয়ে ওপরের কাতারে থাকে। তবে ২০০৪ এথেন্স অলিম্পিক থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিল চীন। ২০০৮ বেইজিং অলিম্পিকে তো যুক্তরাষ্ট্রকে পেছনেই ফেলে দেয় বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি। তবে এবারের আসরে কেন জানি নিজেদের খুঁজে পাচ্ছে না চীন।

পদক তালিকায় ‍অন্য যারা যুদ্ধ করছে তারা হলো রাশিয়া, জার্মানি, জাপান, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ইতালি।

শীর্ষ ১০ দেশের তালিকা দেওয়া হলো:

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ