ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অলিম্পিক

কিশোরগঞ্জে যুব গেমসের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
কিশোরগঞ্জে যুব গেমসের উদ্বোধন কিশোরগঞ্জে যুব গেমসের উদ্বোধনের পর র‌্যালি। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ‘যুব গেমস’-এর উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১৭ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস।

উদ্বোধনের পর একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।  

র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ খেলোয়াড়, ক্রীড়ামোদীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা অংশ নেন।

জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ বাংলানিউজকে জানান, দলীয়ভাবে ফুটবল, বাস্কেটবল, হকিতে সেরা দল এবং ব্যক্তিগত ইভেন্টে অ্যাথলেটিকস, সাঁতার, মুষ্টিযুদ্ধ ও ভারোত্তলনের জন্য সেরা খেলোয়াড় বাছাই করা হবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের জন্য ১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জেলার ভেন্যুতে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ