ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

তাল বেতাল হরতাল

আবদুল হামিদ মাহবুব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
তাল বেতাল হরতাল

এক দুই তিন
কোন সে ওঝা মন্ত্র ফুঁকে
বাজিয়ে গেলো বীণ!
চলছে দেশ তাল বেতাল
আমজনতার উঠছে ছাল
হরতাল হরতাল
চলবে তিন দিন।
 
চার পাঁচ ছয়
লাশের পরে লাশ পড়ছে
পাচ্ছে তারা জয়!
তারা নেতা সবার মাথা
আমজনতার ঠিক বিধাতা
কর্ম যতো হোক না যা তা
নেইতো তাদের ভয়!
 
সাত আট নয়
পুলিশ সকল ‘ফুলিশ’ হয়ে
ঘেরাও দিয়ে রয়!
আমজনতা দেখেছে সবই
ধারণ করে রাখছে ছবি
সাক্ষী আছে চন্দ্র রবি
সময় কখন হয়?
 
এবার এলো দশ
যতোই চলুক কায়দা কানুন
কেউ হবে না বশ!
রাখছি বলে সেই যে কথা
এই জনতা হেই জনতা
সময়ে এলে যথাতথা
ঠিক দেখাবে; ঠিক দেখাবে
আমজনতার যশ।


বাংলাদেশ সময় : ২১৫৮ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।