ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

একজন শিলা ইসলাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
একজন শিলা ইসলাম শিলা ইসলাম

বাংলাদেশ তার জন্মভূমি ছিল না, কিন্তু তিনি ছিলেন বাংলার অকৃত্রিম সন্তান। মনের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়েছিলেন বাংলার মাটি আর মানুষকে। কিশোরগঞ্জের মানুষকেও বড়ই আপন করে নিয়েছিলেন।

তিনি শিলা ইসলাম- জনপ্রশাসনমন্ত্রী  সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী।

ভাবী শিলা ইসলামের মৃত্যুতে শোকাহত শহরের খড়মপট্টির শাহ আবদুল বাসেতের পুরো পরিবার।

তিনি বাংলানিউজকে বলেন, ‘শিশু-কিশোর, বাচ্চারা তাকে খুবই ভালোবাসতো। তিনিও পুরো সময় বাচ্চাদের সঙ্গে কাটাতেন। যেহেতু তিনি শিক্ষকতা করতেন, সেহেতু শিশুরাই ছিল তার জগত’।

‘একজন মন্ত্রীর স্ত্রী বলে কোনো আড়ম্বর তার ছিল না। তিনি ছিলেন খুবই সাদাসিধা, সরল। মধুর ভাষায় সবাইকে মোহিত করতেন’।

শিলা ইসলামের সঙ্গে যাদেরই দেখা হয়েছিল, পরিচয় ছিল, তাদের সকলেই গভীর বেদনায় একই ধরনের কথা জানান।

আবেগময় ভাষায় স্মৃতিচারণ করে রাষ্ট্রপতির ছেলে সংসদ সদস্য রেজোয়ান আহাম্মদ তৌফিক বলেন, ‘তার অমায়িক আচরণে সকলেই মুগ্ধ হয়েছেন। মানুষ হিসাবে তিনি উচ্চ মানবিক গুণ সম্পন্ন ছিলেন’।

শিলা ইসলাম অসুস্থ থাকাকালে তার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করেন কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তার মৃত্যুতে স্বজন হারানোর ছায়া নেমে এসেছে সকলের মাঝে।

কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য শায়লা পারভিন সাথী বলেন, ‘আমরা গভীর বেদনায় তাকে সব সময় স্মরণ করবো। তিনি  আমাদের মাঝেই বেঁচে থাকবেন’।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।