ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘মশাল’ নিয়ে ইসি সুবিবেচনা করবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
‘মশাল’ নিয়ে ইসি সুবিবেচনা করবে

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতীক নিয়ে দু'পক্ষের দ্বন্দ্ব নিরসনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশের শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (০৬ এপ্রিল) ইসি সচিবালয়ের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন এ শুনানি করে।

বেলা সোয়া ১১টার দিকে যা শুরু হয়ে শেষ হয় পৌনে ১টার দিকে। এতে জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

শুনানি শেষে ইনু সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের শুনানিতে আহ্বান করেছিলো। এর আগে মঙ্গলবার (০৫ এপ্রিল) আমরা আমাদের দলের কাউন্সিলের দলিলাদি ইসিতে হস্তান্তর করেছি। এ নিয়েই আজ কিছু প্রশ্নোত্তরও হয়েছে। ইসির প্রতি আমাদের পূর্ণ অাস্থা রয়েছে, আশা করি প্রতীক বিষয়ে তারা সুবিবেচনা করবে। ’

এদিকে, বেলা তিনটায় শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন অপর অংশটির শুনানি করবে ইসি।

সম্প্রতি জাসদের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদ নিয়ে বিরোধের জেরে আম্বিয়ার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে পৃথক কমিটি ঘোষণা করা হয়। এরপর চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে উভয় পক্ষই তাদের সমর্থিত প্রার্থীকে প্রতীক হিসেবে 'মশাল' দেওয়ার দাবি জানায়। এমন পরিস্থিতিতে ‘মশাল’ প্রতীক কার হাতে যাচ্ছে তা নির্ধারণে এ শুনানি করছে ইসি।

বিকেল ৩টায় অন্য অংশের সভাপতি মঈনুদ্দীন খান বাদল ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের শুনানি করবে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
ইইউডি/টিআই

** শুনানিতে ইনু-শিরিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ