ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

রূপগঞ্জে শিবির নেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৪, মে ২, ২০১৬
রূপগঞ্জে শিবির নেতা আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি আহসান উল্লাহকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা একটি জেহাদি বই জব্দ করা হয়েছে।

সোমবার (২ মে) ভোরে উপজেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। আহসান উল্লাহর বাড়ি উপজেলার ইছাখালী এলাকায়। তার বাবার নাম আবু সাঈদ মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, তিনি দীর্ঘ দিন ধরে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে।

ভোরে তাকে উপজেলা সদর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি জেহাদি বই জব্দ করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে, জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, মে ২, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ