ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘আ’লীগের পক্ষে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন অসম্ভব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
‘আ’লীগের পক্ষে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন অসম্ভব’

ময়মনসিংহ: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন অসম্ভব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার (২৮ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গণ-সংলাপের আয়োজন করা হয়।



এ গণ-সংলাপে জোনায়েদ সাকি বলেন, জনগণের স্বার্থের কথা বিবেচনা না করে শুধু ক্ষমতা দখলের জন্য সন্ত্রাস-সহিংসতা-পেট্রোল বোমা মেরে বিএনপিও ইতোমধ্যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের এমন কঠিন ও জটিল পরিস্থিতিতে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলে মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষার অসাম্প্রদায়িক-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

ময়মনসিংহ জেলার সমন্বয়কারী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংলাপে এ সময় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম, ফিরোজ আহমেদ, দেওয়ান আব্দুর রশিদ নীলু, তাসলিমা আখতার ও বাচ্চু ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘন্টা, মে ২৮, ২০১৬
এমএএএম/জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ