ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

চৌগাছায় ২ শিবির নেতা গুলিবিদ্ধ, বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
চৌগাছায় ২ শিবির নেতা গুলিবিদ্ধ, বোমা উদ্ধার ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের চৌগাছায় পুলিশের একটি চেকপোস্টে হামলা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন শিবিরের দুই নেতা।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) রাত ১০টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের উপজেলার বুন্দেলিতলায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ওই দুই নেতার ব্যাগ তল্লাশি করে জিহাদি বই, দুটি হাতবোমা, একটি রাম দা ও সদস্য চাঁদা আদায়ের রশিদ বই পায়।

গুলিবিদ্ধ শিবির নেতাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, শিবিরের চৌগাছা উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলার চুতারহুদা গ্রামের আব্দুর রহমানের ছেলে ইসরাফিল (২৫) ও সাহিত্য বিষয়ক সম্পাদক নারায়ণপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে রুহুল আমীন (১৯)।

ইসরাফিল যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও   রুহুল আমীন একই কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চৌগাছা-মহেশপুর সড়কের উপজেলার বুন্দেলিতলায় পুলিশ প্রতিদিনের মতো চেকপোস্ট বসায়। রাত ১০টার দিকে ৫-৬ জন যাত্রী বহনকারী দুইটি মোটরসাইকেল থামতে সংকেত দেয় পুলিশ। এ সময় প্রথম মোটরসাইকেলটি দ্রুত চলে গেলেও দ্বিতীয় মোটরসাইকেলে থাকা দুই শিবির নেতা হকিস্টিক দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড গুলি ছুড়লে ওই দুইজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, গুলিবিদ্ধ দুইজনের কাছে থাকা একটি ব্যাগ থেকে জিহাদি বই, শিবির সদস্যদের চাঁদা সংগ্রহের রশিদ,  রাম দা ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ