বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে কারওয়ান বাজার এলাকায় একুশে টিভি ভবনের সামনে থেকে নাখালপাড়া পর্যন্ত প্রচারপত্র বিলি ও গণসংযোগ কর্মসূচি পালন করে গণসংহতি আন্দোলন।
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।
জোনায়েদ সাকি বলেন, আগামী ২৬ জানুয়ারির হরতাল কোনো দল বা ব্যক্তির স্বার্থে নয়, এই হরতাল জাতীয় স্বার্থে-মানুষের স্বার্থে। সুন্দরবনধ্বংসী রামপাল চুক্তি ঠেকাতে হরতালের দিন প্রত্যেকেই অফিসে কর্মবিরতি পালন করুন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখুন। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বহু বিকল্প রয়েছে কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।
এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এটি