ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

২৬ জানুয়ারি হরতাল

মোহাম্মদপুর-শ্যামলীতে গণসংহতির গণসংযোগ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
মোহাম্মদপুর-শ্যামলীতে গণসংহতির গণসংযোগ

ঢাকা: রামপাল চুক্তি বাতিলের দাবিতে আগামী ২৬ জানুয়ারি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতাল সফল করতে গণসংযোগ করেছে গণসংহতি আন্দোলন।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে মোহাম্মদপুর বাসস্টান্ড থেকে শিয়া মসজিদ, জাপান গার্ডেন সিটি, কৃষি মার্কেট হয়ে শ্যামলী পর্যন্ত প্রচারপত্র বিলি ও গণসংযোগ কর্মসূচি পালন করে গণসংহতি আন্দোলন।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি বলেন, আগামী ২৬ জানুয়ারির হরতাল কোনো দল বা ব্যক্তির স্বার্থে নয়, এই হরতাল জাতীয় স্বার্থে-মানুষের স্বার্থে। সুন্দরবনধ্বংসী রামপাল চুক্তি ঠেকাতে হরতালের দিন প্রত্যেকেই অফিসে কর্মবিরতি পালন করুন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখুন। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বহু বিকল্প রয়েছে কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই।

এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ