শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
কমরেড খালেকুজ্জামান বলেন, পাকিস্তান আমলে সাধারণ শ্রমিকেরা প্রতি মাসের উপার্জন দিয়ে ৫ মণ চাল কিনতে পারতেন।
তিনি বলেন, শ্রমিকদের আজ বানানো হয়েছে মানব মেশিন। কত টাকা লাভ হচ্ছে, কত উৎপাদন হয়েছে তা শ্রমিকদের জানানো হচ্ছে না। কিন্তু তারাই উৎপাদনের কারিগর। সামান্য ৫ হাজার টাকা দিয়ে তাদের ঘণ্টার পর ঘণ্টা খাটানো হচ্ছে। এসব অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ নেই।
মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকরা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশ থেকে যাওয়া নারী শ্রমিকেরা নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের রক্ষা করার মতো কেউ নেই।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল হক মিলুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবুল রাজ্জাক, সাধারণ সম্পাদক নাজিমউলা রতন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বুলবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা জানুয়ারি ২৭,২০১৭
এমএ/আরআর/পিসি