ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

বুধবার বাম মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
বুধবার বাম মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

ঢাকা: গ্যাসের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি নিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল সহকারে মোর্চাভুক্ত দলগুলো জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করবে।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাসদ (মার্কসবাদী) অন্যতম কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।

মঙ্গলবার (১৪ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো বাম মোর্চার বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার সকল আইন ভঙ্গ করে ইতোমধ্যেই গ্যাসের মূল্য এক দফা বৃদ্ধি করেছে।

বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট আরও এক টাকা বৃদ্ধির প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে উত্থাপন করেছে। গণতান্ত্রিক বাম মোর্চা গত ২৮ ফেব্রুয়ারি এর প্রতিবাদে হরতাল কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় ১-১৪ মার্চ বিক্ষোভ পক্ষ পালন শেষে ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ