ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

রাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
রাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী মঙ্গলবার প্রদর্শনী চলবে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলছে দু’দিনব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী। এতে ১০১টি চিত্র প্রদর্শনী হচ্ছে। 

ছাত্র ইউনিয়ন রাবি শাখার উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম দত্ত।

মঙ্গলবার (২৮ মার্চ) এ প্রদর্শনী চলবে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।  

প্রদর্শনী উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল বলেন, বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরতে হবে। ইতিহাস বিকৃতিকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

রাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল আসিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে রাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মিনহাজুল আবেদীন, বর্তমান দফতর সম্পাদক তাজুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ